Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাইলট প্রকল্প শুরু করা হবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ৭:১৬ পিএম

বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, কেরানীগঞ্জে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাইলট প্রকল্প শুরু করা হবে। এই প্রকল্পটি এখানে সফল হলে পরে দেশের অন্যান্য জায়গায়ও এটি চালু করা হবে। এই প্রকল্পের জন্য ব্যায় হবে প্রায় ২০মিলিযন ডলার। এই প্রকল্পের মাধ্যমে ২মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ১০০টন বর্জ্য প্রয়োজন হবে। কিন্তু কেরানীগঞ্জ থেকে প্রতিদিন ৪০টন বর্জ্য পাওয়া যাবে। বাকী বর্জ্য আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করব। এবিষয়ে মেয়রের সাথে আমাদের আলাপ-আলোচনা চলছে। তিনি আজ শনিবার(০৮ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জের দোলেশ্বর তার বাড়িতে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী আরো বলেন, ৮হাজার মেগা ওয়াট বিদ্যুৎ গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছে। আরও ৬হাজার মেগা ওয়াট বিদ্যুৎ অবিক্রীত থাকে। এজন্য সরকারকে প্রতিবছর মোটা অংকের ভর্তুকি দিতে হচ্ছে। আমাদের দেশে সন্ধ্যা বেলায় বেশি বিদ্যুৎ ব্যবহার হয় এবং দিনের বেলায় কম বিদ্যুৎ ব্যবহার হয় । কিন্তু বিদেশে এর উল্টো । কেরানীগঞ্জের বিদ্যুতের সমস্ত লাই মাটির নিচ দিয়ে নেয়া হবে। এজন্য চূড়ান্ত নকশা তৈরি করা হয়েছে। এ প্রকল্পের জন্য ব্যয় হবে প্রায় ৩ হাজার কোটি টাকা। গ্রামের ৬০ লক্ষ গ্রাহক যারা ৫০টাকার নিচে বিদ্যুৎ বিল দেয়। পুরাতন লাইনের জন্য কেরানীগঞ্জে গ্যাসের সমস্যা হচ্ছে। এই জন্য সমস্ত পুরাতন লাইন পরিবর্তন করতে হবে। বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম ১২’শটাকা হওয়ায় গ্রাহকদের সমস্যা হচ্ছে। ৯০০টাকার মধ্যে গ্যাস সিলিন্ডার গ্রাহকদের কাছে বিক্রি করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। তিনি বলেন, কেরানীগঞ্জে ৫’শ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। যেটি ঝিলমিল আবাসিক প্রকল্পের ভিতর নির্মিত হবে। কেরানীগঞ্জের সকল হাসপাতালগুলো মেরামতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ৬’শ কোটি বরাদ্দ দেয়া হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে কাজ শুরু হবে। নসরুল হামিদ বলেন, কেরানীগঞ্জের শুভাঢ্যা,চুনকোটিয়া ও কালীগঞ্জ খাল উদ্ধার ও সচল করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ১২’শ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শীঘ্রই এই কাজ শুরু হবে। কেরানীগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা হবে। প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারী কলেজ প্রতিষ্ঠা করা হবে। ৬’শ বিঘা জমির উপর কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ব বিদ্যালয় হচ্ছে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুল গনি, যুগ্ম আহবায়ক আবু জাফর, হাজী মোস্তফা কামাল, মোঃ শফিক চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, সালাউদ্দিন মিয়া, সুলতান মাহমুদ ,মোঃ ইউসুফ আলী ,মোঃ আলমগীর হোসেন, ইকবাল হোসেন রতন, শহিদুল ইসলাম বিপ্লব, আলতাব হোসেন মিন্টু,জাহাঙ্গীর হোসেন ঝানু, জিয়াউর রহমান ও শেখ শামীম প্রমুখ।

 



 

Show all comments
  • kabir ৮ ডিসেম্বর, ২০১৮, ৮:৪৬ পিএম says : 0
    Yes I see in picture, they eating profit
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৯ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ