Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকৃবিতে সাংবাদিক মারধরে তদন্ত কমিটি গঠন

বাকৃবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগ কর্মী দ্বারা সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শংকর কুমার দাশ ৩ সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করেন।
ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের মো. আহমাদুল ইসলামকে আহŸায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন কৃষি অর্থনীতি বিভাগের লেকচারার আর এ জুইস এবং ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার মো. হেলাল উদ্দিন। তদন্ত কমিটির তিন জনই বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর।
এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. শংকর কুমার দাশ বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্ত করতেই এ তদন্ত কমিটি। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তদন্ত কমিটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ