মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানিতে নারীরা ভালো অবস্থায় নেই। তাদের ভোটাধিকার পাওয়ার ১০০ বছর পূর্ণ হয়েছে গত ৩০ নভেম্বর। কিন্তু সমান অধিকার পাননি তারা। গত বছর এক লাখেরও বেশি নারী তাদের সঙ্গী দ্বারা নির্যাতিত হয়েছেন। জীবনও দিতে হয়েছে বহু নারীকে। খবর ডয়চে ভেলে।
জানা যায়, গত বছর জার্মানিতে ১ লাখ ১৩ হাজার ৯৬৫ নারী সাবেক সঙ্গীদের দ্বারা র্যিাতিত হয়েছেন। শুধু তাই নয়, তাদের মধ্যে ১৪৭ জনকে জীবন পর্যন্ত দিতে হয়েছে।
যদিও অনেক ক্ষেত্রেই মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে, তারপরও সমান অধিকার প্রতিষ্ঠা হয়নি এখনো। এক জরিপ বলছে, জার্মানিতে পড়াশোনা করতে ভালোবাসে শতকরা ৪৫.১ শতাংশ ছেলে, আর মেয়েদের ক্ষেত্রে তা শতকরা ৭২.৫ শতাংশ। নর্দান রাইন ওয়েস্ট ফেলিয়া রাজ্যে শতকরা ৪৫ ভাগ ছেলে আবিট্যুর বা হাইস্কুল গ্যাজুয়েট করে। মেয়েদের ক্ষেত্রে এই হার শতকরা ৫৫ ভাগ।
বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শতকরা ২৭ ভাগ ছেলে। এখানে মেয়েরা শতকরা ৩২ ভাগ, অর্থাৎ উচ্চশিক্ষায়ও মেয়েরা এগিয়ে রয়েছে। কিন্তু নারী এবং পুরুষ একই কাজ করলেও পুরুষকর্মীকে নারীর চেয়ে শতকরা ২১ ভাগ বেশি বেতন দেওয়া হয়। জার্মানিতে ৪৬ শতাংশ নারীই কিন্তু চাকরিজীবী। তবে লিডিং পজিশন বা ‘বস’ হওয়ার ক্ষেত্রে পুরুষরাই প্রাধান্য পেয়ে থাকেন। চাকরি, জীবনসঙ্গী, সেনাবাহিনী এবং সিভিল সুরক্ষার মতো নানা ক্ষেত্রে নারীর আইনি অধিকার থাকলেও জার্মান নারীরা এখনো তাদের পূর্ণ অধিকার চর্চার সুযোগ পায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।