রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন শিবগঞ্জ উপজেলা আ.লীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আ.লীগের উদ্যোগে শিবগঞ্জ আ.লীগ কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ. লীগের সিনিয়র সহসভাপতি মির্জা শাহদাত হোসেন খুররম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঈন খাঁন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান হিটুল, পৌর কৃষক লীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, জিন্নাত খাঁনসহ অন্যরা। এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা বর্ধিতসভায় অংশ নেয়। বর্ধিতসভায় মেয়র রাজিন তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে কোনো ক্ষোভ থাকলে তার সমাধানের মাধ্যমে আগামী একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আহŸান জানান। এ ছাড়াও নেতৃবৃন্দ আশ্বাস দেন অত্যন্ত আন্তরিকতার সাথে সংসদ নির্বাচনে বিজয় অর্জনে যা করা প্রয়োজন তাই অবশ্যই করা হবে বলে প্রতিশ্রæতি দেন বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।