Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টেশনের চাঁদা উঠে গেলেও ভাড়া কমেনি

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

টাঙ্গাইলের সখিপুরে সিএনজি অটোরিকশা স্টেশনের অতিরিক্ত চাঁদা তুলা বন্ধ করা হলেও ভাড়া কমেনি। সখিপুর থেকে টাঙ্গাইল-ময়নসিংহের-ভালুকা-সিডস্টোর-কালিহাতী-মির্জাপুরের গোড়াইসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রতিদিন সহস্রাধিক সিএনজি অটোরিকশা চলাচল করে। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাকর্মীরা এ সিএনজি স্টেশন নিয়ন্ত্রণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি চাঁদার পরিমাণ কমানো হলেও ভাড়া কমানো হয়নি। ফলে যাত্রীদের পূর্বের মতোই সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সখিপুর-টাঙ্গাইলের দূরত্ব ৩৪ কিমি সিএনজি অটোরিকশায় ভাড়া নেয়া হয় ৮০ টাকা, আবার সন্ধ্যার পর কেউ টাঙ্গাইল থেকে সখিপুর আসতে চাইলে ভাড়া দিতে হয় ১০০ থেকে ১৫০ টাকা। এ যেন রামরাজত্ব।
সিএনজি অটোরিকশার পেছনে তিনজন যাত্রী নেয়ার কথা থাকলেও নেয়া হয় পাঁচজন। ঝুঁকি নিয়ে সিএনজি ড্রাইভারের দুই পাশে দুইজন এবং পেছনের সিটে নেয়া হয় তিনজন। সখিপুর থেকে গোড়াইয়ের দূরত্ব ২৮ কিলোমিটার প্রতিজনের ভাড়া নেয়া হয় ৮০টাকা, সখিপুর-সিডস্টোর ও সখিপুর ভালুকার দূরত্ব ২৫ কিলোমিটার প্রতিজনের কাছ থেকে ভাড়া নেয়া হয় ৭০ টাকা। আর সন্ধ্যা হলেই এ ভাড়া হয়ে যায় দ্বিগুণ-তিনগুণ। সখিপুর-টাঙ্গাইল সিএনজি অটোরিকশায় প্রতিজনের ভাড়া হওয়া উচিত ২৫-৩০ টাকা। এ সড়কে লেগুনা-পিকআপ চলাচল করার কথা থাকলেও সিএনজি-অটোরিকশার সিন্ডিকেটের কারণে লেগুনা-পিকআপ চলাচল করতে পারছে না। এ সিন্ডিকেটচক্র সাধারণ জনগণের কষ্টে অর্জিত টাকা চুষে নিয়ে যাচ্ছে। সিএনজি অটোরিকশা কয়েকজন চালকের সাথে কথা বলে জানা যায়, সিএনজি অটোরিকশার বিভিন্ন স্টেশনে চাঁদা আগের তুলনায় কম নিলেও কয়েকদিন পরেই চাঁদার পরিমাণ বাড়ানো হবে, তাই চাঁদা কমলেও ভাড়া কমানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ক্ষমতাসীন দলের নেতা-প্রশাসন ম্যানেজ করার জন্যই অতিরিক্ত চাঁদা নেয়া হতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টেশন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ