Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের অনুষ্ঠান আর হলো না রুম্পার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দুই মাস আগে আকদ হলেও বিয়ের অনুষ্ঠান আর হলো না নারী চিকিৎসক আক্তার জাহান রুম্পার (২৭)। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর বিজয় সরণীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা নারী চিকিৎসক রুম্পার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন সিএনজি চালক। ঘটনার পর পরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। নিহতের লাশ ময়না তদন্তের পর আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
রুম্পার দেবর সাইদ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানান, দুই মাস আগে আক্দ হয়েছিল আখতার জাহান রুম্পার। তার বর কাজী মোহাম্মদ মহসীনও পেশায় চিকিৎসক। চট্টগ্রামে বেশ জাকজমক করে বিয়ে অনুষ্ঠান হবে ঠিক হয়ে আছে। আর কদিন পরই নববধূকে বরণ করে শ্বশুরবাড়ি আনা হবে বলে প্রস্তুতি চলছিল।
তিনি বলেন, আমার ভাই চট্টগ্রামে থাকেন। চিকিৎসক হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন। এই শীতেই ভাবিকে বাসায় তুলে আনার কথা ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে শ্যামলীগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয় মহাখালীগামী একটি বাস। এতে অটোরিকশায় থাকা এক নারী ও চালক আহত হন। রাস্তার পাশে কাজ করতে থাকা শ্রমিকেরা অটোরিকশার চালককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আহত নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ শনাক্ত করেন স্বজনেরা। রুম্পার বাবার নাম আখতারুজ্জামান। বাড়ি চট্টগ্রামের হালিশহরে। তিনি সিলেটের ওসমানীনগরের বার্ডসআই হাসপাতালের চিকিৎসক ছিলেন। শ্যামলীর একটি চক্ষু হাসপাতালের চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন তিনি।
নিহত নারীর স্বজন মহসিন ফারুক জানান, রুম্পা সিলেটের ওসমানীনগর এলাকায় থাকতেন। সিলেট থেকে বাংলাদেশ আই হাসপাতালে চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় আসেন তিনি। ভোরে অটোরিকশাযোগে রুম্পা শ্যামলী যাওয়ার পথে বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। পরে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।
ট্রাফিক বিভাগ পশ্চিমের অতিরিক্ত উপকমিশনার মনজুর মোর্শেদ বলেন, সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা যায়নি। ঘটনার পর পরই চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। আমরা বাসটি শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ