বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ আবাসিক হলের নাম ফলক ভেঙে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকালে হলের প্রবেশদ্বারে থাকা স্টিলের নামফলক রড দিয়ে খুঁচিয়ে তুলে ফেলে। সড়কে থাকা পথনির্দেশিকা থেকেও খালেদা জিয়ার নাম কালো কালি দিয়ে মুছে দেয়া হয়েছে। ২০০৬ সালে ৫০০ আবাসন ব্যবস্থা নিয়ে উদ্বোধন হয় বিশ্বাবিদ্যালয়ের ছাত্রীদের এ হলটি। ছাত্রলীগ নেতাকর্মীরা বীর প্রতীক তারামন বিবির নামে হলটির নামকরণ করার দাবি জানিয়েছেন। ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্বাবিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে এই স্থাপনার নাম পরিবর্তনের জন্য জোর দাবি জানায়। মুক্তিযুদ্ধে অবদানকারী বাঙালি জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাসী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর প্রতীক তারামন বিবির নামে হলটির নামকরণ করার দাবি জানান নেতাকর্মীরা।
এ বিষয়ে প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ইনকিলাবকে বলেন, এভাবে মুখে মুখে বললেই হলের নাম পরিবর্তন হয়ে যায় না। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করলে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ সেটা ভেবে দেখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।