Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া আপোষ করেননি

হাবিব উন নবী সোহেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে বন্দী রয়েছে। তবুও তিনি আপোষ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতার কামনায় অসহায় দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন।
হাবিব উন নবী সোহেল বলেন, বিএনপি দীর্ঘদিন এদেশের জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে সংগ্রাম করে যাচ্ছে।
দীর্ঘদিনের লড়াই সংগ্রামে আমাদের সহস্রাধিক নেতা-কর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এখনো আমাদের অজস্র নেতা-কর্মী কারান্তরিত রয়েছে। এত দমন নিপীড়নের পরও বিএনপি প্রতিটি দুর্যোগ মহামারীতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।
করোনাকালীন সময়েও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ