বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারের প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (র.) ছাহেবজাদা মাওলানা সামীউর রহমান মুসা বলেছেন, টঙ্গীর ইজতেমা মাঠে নিরীহ মাদরাসা ছাত্র ও তাবলীগী সাথীদের উপর হামলা করে সন্ত্রাসীরা এদেশের তৌহিদী জনতার হৃদয়ে আঘাত হেনেছে। সত্যিকার কোন মুসলমান এ ধরনের হামলায় জড়িত থাকতে পারে না-আলেম উলামা বিদ্বেষী এ চক্রের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি গত সোমবার জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার থেকে মিছিল পরবর্তী জামেয়া মাদানিয়া, খোজারখলা মার্কাজ ও তৌহিদী জনতার যৌথ সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়া মাদানিয়ার কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসার সভাপতিত্বে জামেয়া মাদানিয়ার সিনিয়র মুহাদ্দীস মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন- জামেয়া ক্বাসীমুল উলুম দরগাহ মাদরাসার সদরুল মুদাররেসীন মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া মাদানিয়ার সদরুল মুদারেসীন মাওলানা আব্দুস সোবহান, জামেয়া মাদানিয়ার শিক্ষা সচিব মুফতি শফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা খলিলুর রহমান, শামীমাবাদ মাদরাসার মুহতামীম হাফিজ সৈয়দ মাওলানা শামীম আহমদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা এমরান আলম, খোজারখলা মাদরাসার মুরব্বী মকবুল আহমদ, বুলবুল মিয়া, মাওলানা মনজুর আহমদ, মাওলানা সিদ্দিক আহমদ চিশতী, ভার্থখলা জামেয়ার মুহাদ্দীস সামছুদ্দিন ইলিয়াস, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা ফাহাদ আমান, মাওলানা মুশফিকুর রহমান মামুন, জামেয়া ফারুকিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাহবুবুল হক, মুফতি নাসির উদ্দিন, মাওলানা তারিক বিন হাবীব, মাওলানা রশীদ মোস্তাক, ইকরামুল হক জুনাইদ, ওবায়দুর হক নাহিদ, আব্বাস উদ্দিন জালালী, হাফিজ কয়েস আহমদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।