বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর বংশাল থেকে জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে পুরান ঢাকার বংশালের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে তার মেয়ে অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী জানান। পুলিশ সূত্রে জানা গেছে, রাজিয়া আলিমের বিরুদ্ধে পল্টন, শাহবাগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় বংশাল থানায় গ্রেফতারি পরোয়ানা ছিল। বংশাল থানা সূত্র জানায়, গত জানুয়ারি মাসে একটি ভাঙচুরের মামলায় রাজিয়া আলিমকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রাজিয়া আলিম। ওই আসন থেকে প্রয়াত সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ও পিন্টুর ভাই নাসিম উদ্দিন আহম্মেদ রিন্টুও মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।