Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পেঁয়াজ বিক্রির টাকা মোদীকে পাঠিয়ে কৃষকের প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৪ পিএম

মহারাষ্ট্রে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র এক রুপিতে। ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকেরা। এর প্রতিবাদে এক কৃষক তার পেঁয়াজ বিক্রির সমস্ত টাকা পাঠিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে। খবর এনডিটিভি।

অভিনব প্রতিবাদ করে আলোচিত এই কৃষকের নাম সঞ্জয় সাতে। মহরাষ্ট্রের নাসিক জেলার বাসিন্দা সাতেকে আদর্শ কৃষক হিসেবে ২০১০ সালে তৎকালীণ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় উপস্থাপনও করা হয়েছিল।
মোদীকে টাকা পাঠানোর বিষয়ে কৃষক সঞ্জয় সাতে সংবাদ সংস্থা পিটিআই’কে বলেন, ‘আমি এই মওসুমে কষ্ট করে ৭৫০ কেজি পেঁয়াজ উৎপাদন করেছি। কিন্তু স্থানীয় পাইকারি বাজারে নিয়ে যাওয়ার পর প্রতি কেজি পেঁয়াজ এক রুপিতে কিনতে চাচ্ছিল ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত এক টাকা চল্লিশ পয়সা দরে রফা করতে বাধ্য হই। ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রি করে হাতে পাই মাত্র ১ হাজার ৬৪ টাকা।’ তিনি আরও বলেন, ‘টানা চার মাস মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এই দাম পেলাম! এত পরিশ্রমের পর সামান্য কয়েক টাকা দিয়ে কি করব? তাই প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিলে পাঠিয়ে দিয়েছি। সেখানে মানি অর্ডার করতে খরচ হয়েছে আরও ৫৪ টাকা।’
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাজ্যের নিফাদ পোস্ট অফিস থেকে সেই মানি অর্ডারটি পাঠানো হয়। যেখানে ঠিকানা ছিল, ‘নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া।’
এ বিষয়ে সঞ্জয় আরও বলেন, ‘আমি কোনো রাজনীতি করি না। আমি কোনো দলেরও নই। তবে দেশের কৃষকদের দুর্দশা নিয়ে সরকারের উদাসীনতা ও বিরূপ মনোভাবে আমি ভীষণ হতাশ, ক্ষুব্ধ এবং ব্যথিত। তাই এক রকম বাধ্য হয়েই এ কাজ করেছি।’
উল্লেখ্য, ভারতে প্রায় ৫০ শতাংশ পেঁয়াজের উৎপাদন হয় এ মহারাষ্ট্রে। তবে প্রতিবছর সেখানকার কৃষকেরা পেঁয়াজের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। যা নিয়ে স্থানীয় অনেক কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ

১৩ এপ্রিল, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২
৮ মার্চ, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ