Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে জাপা এমপির গাড়িতে হামলার অভিযোগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১১:১২ এএম

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই আসন থেকে একাদশ জাতীয় সংসন নির্বাচনেও মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার নির্বাচনী এলাকা ওসমানীনগরের বুরুঙ্গায় এ ঘটনা ঘটে বলে।

স্থানীয় এক ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে বৈঠক শেষে গাড়ি করে শহরে ফিরছিলেন ইয়াহইয়া। এ সময় আত্মরক্ষার্থে নিজের লাইসেন্স করা বন্দুক থেকে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন তিনি।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা এমপি ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলা চালায়। এ সময় তারা তার গাড়িতে ইট-পাটকেল ছুঁড়ে মারে। পরে তিনি পাল্টা গুলি ছুঁড়লে এবং তার সাথে থাকা কর্মীরা প্রতিহত করতে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলার অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ