বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দু’দিন পরে মৃত্যু বরণ করেন রাজধানীর তেজগাঁওয়ের হাসনা আহমেদ। তিনি দু’দিন হাসপাতালে ভর্তি থাকলেও এ সময় তাকে চিকিৎসার আওতায় নেয়া হয়নি এবং কোন চিকিৎসক তাকে দেখতে আসেননি-এমন অভিযোগ করেছেন রোগীর ছেলে। কোন চিকিৎসক ও চিকিৎসা না পেয়েই রোগী মৃত্যুর এ ঘটনা ঘটেছে রাজধানীর শাহাবাগস্থ বারডেম হাসপাতালে।
রোগীর সন্তান মাকসুমুল মাহমুদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে (আনুমানিক ১টার দিকে) তার মা হাসনা আহমেদ শারীরিক ভাবে অসুস্থতা অনুভব করেন। আগে থেকেই ডায়াবেটিসের রোগী হওয়ায় ওই সময় তাকে শাহবাগের বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে একজন রোগী নিয়ে যাওয়ার পরেও হাসপাতালের জরুরী বিভাগ থেকে কোন সহযোগীতা করা হয়নি। তাদের অনুরোধ করে রোগীকে সেখানে ভর্তি করতে হয়। এ সময় তাকে ১১০২ নং কেবিনে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির পর থেকে শনিবার সকাল পর্যন্ত একজন চিকিৎসকও রোগীর কোন খোজ খবর নেয়নি। তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাত হওয়ায় এবং শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় কোন চিকিৎসক এক বারের জন্য তার মায়ের চিকিৎসা বা খোজ নিতে আসেননি। এমনকি ডিউটি ডক্তার পর্যন্ত আসেননি। এ ব্যপারে নার্সদের সহযোগীতা চাইলেও কোন আশানরুপ সহযোগীতা পাওয়া যায়নি বলে জানান তিনি। রোগীর স্বজনরা জানান, ভর্তির পর থেকে মৃত্যু পর্যন্ত কোন চিকিৎসক পাওয়া না গেলেও, রোগী মৃত্যুর পর সিকিউরিটি বেষ্টিত হয়ে অসংখ্য ডাক্তার সেখানে চলে আসেন। এমনকি রোগীর কি হয়েছে, কিভাবে মারা গেল সে বিষয়ে তারা রোগীর স্বজনদের কাছেই জানতে চান। এতে এক পর্যায়ে উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসকরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত মৃত রোগীর স্বজনদের হাসপাতাল ত্যাগ করতে এক প্রকার বাধ্য করেন।
এ প্রসঙ্গে হাসপাতালের যুগ্ম পরিচালক মো. ফজলে রাব্বী বলেন, একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা কিছুটা উত্তেজিত হয়েছিল। তবে এ ঘটনা সকালেই মিটমাট হয়ে গেছে। চিকিৎসা সংক্রান্ত কোন ত্রুটি ছিল কিনা জানতে চাইলে তিনি সে বিষয়ে জানেন না বলে উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।