বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ-২ (ফুলপুর -তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে আজ শনিবার সকালে উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
যে কোন পরিস্থিতিতে আগামী ৩০ ডিসেম্বর ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ভোট দেয়ার আহবান জানিয়ে বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার বলেন, আমি সকলকে বলতে চাই এখন আপনাদের সময়, আপনারা শপথ নেন যে আপনারা আপনাদের ভোট দিবেন, এটি শুধু বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের লড়াই নয়, দেশের ১০ কোটি ভোটারের লড়াই। সুস্থ ও সভ্য সমাজ গঠন এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফকির বিপুলের সঞ্চালনায় থানা রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা কুদরত আলী, জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোতালেব হোসেন শহীদ, সাংগঠনিক সম্পাদক খালেদ মোশারফ সোহাগ, যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন, কামরুল ইসলাম, যুবদল নেতা ইমাম হোসেন, সুমন আহমেদ, লুৎফর রহমান, আরিফ মীর, সায়েদুল ইসলাম, মনিরুজ্জামান রুবেল, শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।