রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুয়েতে কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক জুলহাস (২৭) নিহত হয়েছেন। জুলহাসের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউপির পুরস্কার গ্রামে। সে ওই গ্রামের মরহুম আবুল হাশেমের ছেলে।
নিহতের স্বজন বিপ্লব জানান, গত বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে জুলহাস রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক বছর আগে পরিবারের সচ্ছলতা আনতে প্রবাসী বড়ভাই পলাশ জুলহাসকে কুয়েতে নিয়ে যান। এ খবর বৃহস্পতিবার রাতে দেশের বাড়িতে পৌঁছলে স্বজনসহ পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম। কুয়েতে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।