বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর চাক্তাই চামড়ার গুদাম এলাকায় অগ্নিকাণ্ডে একটি সুতার গুদামসহ বেশ কিছু দোকান পুড়ে গেছে। এসময় পূরবী সিনেমা হল ও আশেপাশের দোকানেও আগুন লাগে। গতকাল (শুক্রবার) বিকাল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।
চামড়ার গুদাম আশরাফ আলী রোডে পূরবী সিনেমা হলের পেছনের মাঠে জাল বোনার সুতাতেই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, প্রথমে ওই সুতাতে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গুদাম ও দোকানে। তবে পূরবী সিনেমা হলটি বন্ধ থাকায় সেখানে কোনো লোকজন ছিল না। আগুন নেভাতে দমকল বাহিনীর ১৪টি ইউনিট কাজ করে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি। কর্ণফুলী নদীর তীরবর্তী চাক্তাই চামড়া গুদাম এলাকায় পূরবী সিনেমা হলের পেছনের মাঠে সাগরে মাছ ধরার জাল তৈরির সুতা স্তুপ করে রাখা থাকে। ওই এলাকায় আশেপাশে বেশিরভাগ দোকানে সুতা ও জাল বিক্রি হয়। সেখানে কয়েকটি গুদামে কোটি কোটি টাকার সুতা ছিল বলে জানান স্থানীয়রা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।