বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লবণ বোঝাই ট্রাকে করে মাদক পাচারের সময় রাজধানীর পূর্বাচল এলাকা থেকে কোরবান আলী মুন্সি ও খোকন নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। ট্রাকটি তল্লাশি করে তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে র্যাব-৩ এর একটি দল এ অভিযান চালায়।
গতকাল র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) বিনা রানী দাস বলেন, কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজারের টেকনাফ থেকে ট্রাকে করে মাদকের চালান নিয়ে ঢাকা আসছে এমন তথ্যের ভিত্তিতে পূর্বাচলের তিনশ’ ফিট রাস্তা এলাকায় তল্লাশি চৌকি বসায় র্যাব। বেলা সোয়া ১টার দিকে তল্লাশি চৌকির সামনে একটি ট্রাককে থামতে বলে সেটি না থামিয়ে দ্রæত পালিয়ে যেতে চেষ্টা করে। পরে র্যাব ধাওয়া দিয়ে কুড়িল প্রগতি সরণি থেকে ট্রাকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ড্যাশবোর্ডে থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও দু’টি মোবাইল ফোন সেট উদ্ধার করে। এ সময় খোকন ও কোরবান আলী মুন্সিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানে কোণঠাসা হয়ে মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে লবণের চালানের আড়ালে ইয়াবা ট্যাবলেট পাচার করা হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা এনে জামালপুর ও আশপাশের প্রত্যন্ত এলাকায় বিক্রি করত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক সংশ্লিষ্ট ৩৮ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২০ গ্রাম ১৫শ’ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ৪৬ বোতল দেশী মদ, ১৫ ক্যান বিয়ার ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ২৩টি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।