মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান ও রাশিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নিত করতে একমত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি দেদভের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দুই দেশ প্রতিরক্ষা উৎপাদন খাতে সহযোগিতা জোরদার করতে রাজি হয়। গত কয়েক বছরে মস্কো ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের লক্ষণীয় উন্নতি হয়েছে। দেশদুটি বিশেষভাবে প্রতিরক্ষা সম্পর্কের উপর জোর দিয়েছে। এ ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ জোরদারের ব্যাপারে দুই পক্ষ একমত হয় বলে পাকিস্তান পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে উল্লেখ করা হয়। কোরেশি আফগানিস্তানে রাশিয়ার শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন। দূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার আশ্বাস দেন। পাকিস্তানের পার্বত্য এলাকায় গত অক্টোবরে পাকিস্তান ও রাশিয়ার সেনাবাহিনী যৌথ মহড়া চালায়। গত আগস্টে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি সই হয়। এর ফলে পাকিস্তানের সেনা অফিসাররা রাশিয়ার প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণ নিতে পারবেন। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।