Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রেলপথ পর্যবেক্ষণে উত্তরে গেল দক্ষিণের কর্মকর্তারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

দুই কোরিয়ার মধ্যে রেলপথ পুনঃসংযোগে ঐতিহাসিক যৌথ পর্যবেক্ষণের কাজ শুরু করতে দক্ষিণ কোরিয়ার প্রকৌশলী ও কর্মকর্তাদের বহনকারী একটি ট্রেন উত্তর কোরিয়ায় গেছে। ২০০৭ সালের পর এই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া থেকে একটি ট্রেন উত্তর কোরিয়ায় প্রবেশ করলো। এ ব্যাপারে শুক্রবার টেলিভিশনের এক ফুটেজে আন্তঃকোরীয় সীমান্তের পশ্চিমাংশের অতি কাছের টার্মিনাল দক্ষিণ কোরিয়ার ডোরাসান স্টেশন থেকে লাল, সাদা ও নীল রঙের একটি ট্রেন উত্তর কোরিয়ার উদ্দেশে বেরিয়ে যেতে দেখা যায়। ট্রেনটিতে লাগানো একটি ব্যানারে লেখা ছিল ‘আয়রন হর্স এখন শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে।’ পরিবহনমন্ত্রী কিম হিউন-মী বলেন, ‘রেলপথ পুনরায় চালু করা উত্তর ও দক্ষিণের যৌথ সমৃদ্ধি শুরুর ইঙ্গিত বহন করছে।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলপথ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ