Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা রাশিয়ার

আজোভ সমুদ্র বন্দর বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আজোভ সাগরে ইউক্রেনের দুটো বন্দর বন্ধ করেছে রাশিয়া। সেখান দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ভলোদিমির ওমেলায়ান বৃহস্পতিবার তার ফেইসবুকে বলেছেন, মোট ৩৫ টি জাহাজকে স্বাভাবিক চলাচলে বাধা দেওয়া হয়েছে। আর আজোভ সাগরে রাশিয়ার বন্দর অভিমুখী জাহাজগুলোই কেবল প্রবেশের অনুমতি পেয়েছে। আজোভ সাগরে ইউক্রেনের বারডায়ান্সক এবং মারিউপোল বন্দরে রাশিয়ার এ অবরোধের কারণে ১৮ টি জাহাজ সাগরে প্রবেশের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ওমেলায়ান। এর মধ্যে ৪ টি জাহাজের গন্তব্য হচ্ছে, বারডায়ান্সক বন্দর আর ১৪ টি’র গন্তব্য মারিউপোল। তাছাড়া, আজোভ সাগর ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে ৯ টি জাহাজ এবং আরো ৮ টি জাহাজ বন্দরের জেটির কাছে দাঁড়িয়ে আছে। বন্দর বন্ধ করে দিয়ে রাশিয়া ইউক্রেনকে তাদের অঞ্চল থেকেই হঠাতে চাইছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী ভলোদিমির ওমেলায়ান। আজোভ সাগর দিয়ে জাহাজে করে মূলত শস্য এবং ইস্পাতের চালান আসে। গত রোববার রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ আটক করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ২০১৫ সালের পর দু’দেশের মধ্যে এ সময়টিতেই চরম উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে, ক্রিমিয়ায় শিগগিরই রুশ ক্ষেপণাস্ত্র এস-ফোর হান্ড্রেড মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া। এ ঘোষণার নিন্দা জানিয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার এ সিদ্ধান্ত পুরো কৃষ্ণ সাগর অঞ্চলের জন্যই বিপজ্জনক। এদিকে ইউক্রেনের জাতীয় নির্বাচন সামনে রেখে জনসমর্থন বাড়াতেই দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো কৃষ্ণ সাগরে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করছেন বলে অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভভøাদিমির পুতিন। এদিকে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভøলাদিমির পুতিন অভিযোগ করেছেন, নির্বাচনে জনপ্রিয়তা বাড়াতেই ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো পরিকল্পিতভাবে রাশিয়ার সঙ্গে বিবাদ সৃষ্টি করছেন। রয়টার্স।



 

Show all comments
  • Mdjamal Uddin ৮ ডিসেম্বর, ২০১৮, ৮:৪৯ এএম says : 0
    No another choice at that moment. very good.but remember onething Usa is clever.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ