Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বজনদের খোঁজে ডেনিস নাগরিক আবার পাবনায়

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ৪:৪২ পিএম

সেই ডেনিস নাগরিক ২ মাস পর আবার স্বজনদের খোঁজে পাবনায় এসেছেন। এবার তিনি আর হোটেলে উঠেনি । ডেনিস নাগরিক ও চিত্র শিল্পী মিন্টো ক্যারিস্টেন সোনিক গত সেপ্টেম্বর মাসে স্বস্ত্রীক এসেছে ছিলেন। এবার তিনি একাই এসেছেন। এই খবরের সত্যতা স্বীকার করেছেন, তাঁর গাইড পাবনার চার্লাস স্বাধীন বিশ্বাস বিশ্বাস আজ শুক্রবার বিকালে ইনকিলাবের এই স্টাফ রিপোর্টারকে জানান ,গত মঙ্গলবার মিন্টো বাংলাদেশে আসেন। বর্তমানে তাঁর গাইডে পাবনায় রয়েছেন। এ বছর সেপ্টেম্বর মাসে তিনি স্বস্ত্রীক স্বজনদের খোঁজে পাবনায় এসেছিলেন । এবার নিজেই এসেছেন স্বজনদের সন্ধানে । গতবার ২২টি পরিবার তাঁদের সাথে দেখা করে এবং নিজেদেরকে তাঁর স্বজন বলে দাবি করেন। পরে দাবিদারগণ পাবনার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। বিগত সেপ্টেম্বর মাসে পাবনা শহরে হোটেলে উঠায় নানা বিড়ম্বনার মধ্যে পড়েন তিনি ও তাঁর চিকিৎসক স্ত্রী এনিটি । তিনি বিভিন্নভাবে স্বজনদের খোঁজ করছেন। হাসি-খুশী মনের চিত্র শিল্পী বাংলাদেশী বংশোদ্ভূত মিন্টো খুব ছোট বয়সে পাবনা থেকে হারিয়ে যান। চৌধুরী কামরুল ইসলাম নামে এক ভদ্রলোক তাকে ঢাকার একটি অনাথ আশ্রমে দিয়ে আসেন। এই আশ্রম থেকে ডেনিস নাগরিক তাকে দত্তক নিয়ে ডেনমার্কে নিয়ে যায়। মিন্টো সেখানেই এক ধনাঢ্য পরিবারে বেড়ে উঠেন। চিত্রকলায় পড়াশোনা করেন এবং ডেনমার্কে তিনি একজন খ্যাতিমান চিত্র শিল্পী হিসেবে পরিচিত। বিয়ে করেন চিকিৎসক এনিটিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ