Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩১টি পরিবার ডেনিস নাগরিকের আত্মীয় পরিচয় দিচ্ছেন

স্টাফ রিপোর্টার,পাবনা ও জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৬:৩৩ পিএম

পাবনায় স্বজনদের খোঁজে আসা ডেনিস দম্পত্তি এখন বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। প্রায় ৩০টি পরিবার মিন্টো কারেস্টেন সোনিককে তাদের স্বজন বলে দাবি করছেন। অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়েছেন ছোট বেলায় হারিয়ে যাওয়া মিন্টো এবং তার স্ত্রী ডা: এনিটি। তাঁরা পাবনায় এসে প্রথমে চার্লাস স্বাধীন বিশ্বাসের সাথে যোগাযোগ করেন। তারপর তাঁরা পাবনায় গত ১৫ আগস্ট সাংবাদিক সম্মেলন করে তাঁদের শেকড়ের সন্ধানের কথা জানান। তাঁদের থাকার ব্যবস্থা কারা হয় পাবনা প্রেসক্লাবের সামনে ইভিনিং টাচ হোটেলে। সেখানে কয়েকজন সাংবাদিকদের সাথে তাদের পরিচয়। নেচে-গেয়ে ঘুরে আনন্দেই দিন অতিবাহিত এবং একই সাথে স্বজনদের সন্ধানের চেষ্টা করছিলেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই খবর প্রচার হওয়ার পর নানা আগ্রহ নিয়ে অনেকেই মিন্টোকে তাদের স্বজন বলে দাবি করতে শুরু করেন। ইতোমধ্যে ৩১টি পরিবার দাবি উথ্থাপন করেছেন। সূত্র মতে, এ পর্যন্ত ১৫টি পরিবার তাঁদের সাথে দেখা করেছেন। এদিকে, জয়পুর হাট থেকেও একটি পরিবার মিন্টুর আসল নাম হামিদুল বলে উল্লেখ করে তাদের রক্তের সম্পর্কীয় আত্মীয় বলে দাবি করে আমাদের জয়পুরহাট প্রতিনিধিকে অবহিত করেছেন। ডাঃ মোঃ ছানাউল্লাহ দেওয়ান সাকিন- সাহাপুর (দরগাপাড়া) উপজেলা ও জেলাঃ জয়পরহাট( মাবাঃ ০১৭১২-৩৬২৪১৩) জানিয়েছেন, মিন্টো (হামিদুল) তাঁর বড় বোনের পুত্র। এদিকে , সব দাবিদার নিয়ে বিব্রতকর এক অবস্থার মধ্যে নিপতিত হয়েছেন ডেনিস নাগরিক পাবনায় আত্মীয়-পরিজনদের খোঁজে আসা চিত্র শিল্পী মিন্টো এবং তাঁর চিকিৎসক স্ত্রী এনিটি। তারা জানিয়ে দিয়েছেন, এখন যাঁরাই দাবি করুন তাদেরকে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে। পাবনা পুলিশ ঢাকায় একটি অনাথ আশ্রমে খোঁজ খবরের ব্যবস্থা নিয়েছেন। পুলিশ সঠিক পথেই যাচ্ছেন। পুলিশ বলছেন, এরপর ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে হবে কাদের সাথে মিল পাওয়া যায় রক্তের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ