Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:৩০ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম আনিসুল হকের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এইদিন উপলক্ষে উত্তর সিটি কর্পোরেশনের নেই কোন কর্মসূচি। তবে দিনটিকে স্মরণ করে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে থাকছে আজ শুক্রবার গুলশান আজাদ মসজিদে বাদ আসর বিশেষ দোয়া। গত বুধবার তাঁর গড়া প্রতিষ্ঠান মোহাম্মদি গ্রæপে বাদে আসর মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল বৃহস্পতিবার বাদে যোহর তাঁর চেম্বারে কোরআন খানির আয়োজন ছিল। ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন বলেন, সাবেক মেয়র মরহুম আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার ডিএনসিসি এলাকার একটি রাস্তা তার নামে উদ্বোধনের কর্মসূচি গ্রহণ করেছে। আজ তার পরিবারের কর্মসুচি থাকার কারণে ডিএনসিসি কোন কর্মসূচি নেয়নি। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) রোগে আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর বৃহস্পতিবার লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনিসুল হক

১২ ডিসেম্বর, ২০১৭

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ