বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ধানের শীষের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাফটকে (জেলগেট) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম কামরুন্নাহার রুমি রিমান্ডের আবেদন নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের এই আদেশ দিয়েছেন। জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওসি বাবুল আক্তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করেন। তবে জেলগেটে জিজ্ঞাসাবাদ করে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।