Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় শরীর জোড়া লাগানো শিশুর জন্ম

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুরে গতকাল বৃহস্পতিবার সকালে একটি ক্লিনিকে জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তানের জন্ম দিলেন দরিদ্র পরিবারের এক প্রসূতি মা।

জানা যায়, চককামদেব গ্রামের দরিদ্র ভ্যানচালক সবুজ সরদার ওরফে টুকুর স্ত্রী ফরিদা পারভিনের (২৬) বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টায় পেটে ব্যথা উঠলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে ভর্তি করান। সকাল ৯ টায় ডা: আব্দুস সোবহান সিজারের মাধ্যমে প্রসূতির গর্ভ থেকে জোড়া লাগানো জমজ দুটি কন্যা সন্তান বের করে আনেন। প্রসূতি মা ও জোড়া লাগানো জমজ দুটি কন্যা শিশু সুস্থ আছেন। মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে এক নজর দেখার জন্য ঐ ক্লিনিকে ভিড় জমান জনসাধারণ।

অপরদিকে জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তান এর ভ্যান চালক পিতা সবুজ সরদার ওরফে টুকু ও মাতা ফরিদা পারভিন দরিদ্র হওয়ায় গ্রামের আছির উদ্দীন রানাসহ প্রতিবেশিরা জমজ জোড়া লাগানো দুটি কন্যা সন্তান ও তার মা ফরিদা পারভিন এর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ