রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লাকসামে ধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ। গ্রেফতারকৃত রহমত উল্যাহ (২০) উপজেলার নৈরপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। মুদাফরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সিএনজি চালক রহমত উল্যাহ প্রেমের সম্পর্ক স্থাপন করে পার্শ্ববর্তী অশ্বতলা গ্রামের ওই শিক্ষার্থীদের বাড়িতে আসা-যাওয়া করত। গত ১৫ অক্টোবর বিয়ের প্রলোভনে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে রহমত উল্যাহকে আসামি করে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা নির্মলেন্দু চাকমা জানান, আসামিকে গ্রেফতার করে কুমিল্লা কোর্টে চালান দেয়া হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা করা হয়েছে।
এ বিষয়ে লাকসাম থানার ওসি মনোজ কুমার দে বলেন, মামলার প্রেক্ষিতে আসামি রহমত উল্যাহকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। ভিকটিমের শারীরিক পরীক্ষার রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।