মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসামের জাতীয় নাগরিকত্ব তালিকা (এনআরসি) থেকে যারা চূড়ান্তভাবে বাদ পড়বেন তাদের ভাগ্য নির্ধারনের পরিকল্পনা তৈরির জন্য সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রিয় স্বারাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে ওই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও বৈঠকে উপস্থিত ছিলেন। কোর্স অব এ্যাকাশন বৈঠকে উপস্থিত একজন সিনিয়র কর্মকর্তা বুধবার সাংবাদিকদের বলেন, এনআরসি’র চূড়ান্ত তালিকা থেকে যারা বাদ পড়বেন তাদের নিয়ে কি করা যায় তা খতিয়ে দেখবে এই উচ্চ পর্যায়ের কমিটি। এখন পর্যন্ত খসড়া এনআরসি থেকে বাদ পড়া ৪০ লাখ মানুষের মধ্যে মাত্র ৬ লাখ অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে। কর্মকর্তাটি জানান যে, আসামের কাগজপত্রবিহীন লোকজনের ব্যাপারে সম্ভাব্য সব ধরনের বিকল্পগুলো খতিয়ে দেখবে প্রস্তাবিত কমিটি। তবে সরকার এসব ব্যক্তিকে ওয়ার্ক পারমিট দেয়ার কথা ভাবছে কিনা তা জানতে অস্বীকার করেন ওই কর্মকর্তা। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।