Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে মিলাদুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

 

রাউজানে পাহাড়তলী শেখপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপি আজিমুশশান মাহফিল বুধবার সম্পন্ন হয়েছে। উপজেলার শেখপাড়া মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের ব্যাবস্থাপনায় ও নজরুল ক্লাবের সার্বিক সহযোগীতায় আয়োজিত তিনদিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আশেকানে মোস্তাফা (সা.) এর সভাপতি পীরে তরিকত্ব আল্লামা কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মজিআ)। প্রধান অতিথি ছিলেন ঢাকা কাদেরীয়া তৈয়্যবিয়া আলীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল আজহারী। এর আগে ১ম ও ২য় দিবসে যথাক্রমে সভাপতিত্ব করেন পাহাড়তলী নজরুল ক্লাবের সভাপতি রেজাউল করিম চৌধুরী, পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মমতাজ মিয়া। দুই দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল-আজহারী, আল্লামা মুফতি মুহাম্মদ আবুল কাশেম ফজলুল হক আল কাদেরী। বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আবু তাহের আল-কাদেরী, অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী, অধ্যক্ষ আল্লামা আবু মোস্তাক আল-কাদেরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, আল্লামা কাজী মাহমুদুল হক কাদেরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, ডা. হেদায়তুল করিম, পাহাড়তলী নজরুল ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী জয়নাল আবেদীন যুবায়ের। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিলাদুন্নবী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ