মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ১১ জনের হত্যাকাণ্ডের অভিযোগে দেশটির চীফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল রবীন্দ্র উইজেগুনারান্তেকে আটক করা হয়েছে। বুধবার কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। শ্রীলংকার ইতিহাসে সশস্ত্র বাহিনির কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনা এই প্রথম। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, ২০০৮ ও ২০০৯ সালে দুইজন তরুণকে অপহরণ ও হত্যা মামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আদালত তার জামিনের আবেদনও নামঞ্জুর করেছেন।
ম্যাজিস্ট্রেট রাঙ্গা দেশনায়েক বলেন, ‘আমি জামিন নামঞ্জুর করছি। কারণ আপনি সাক্ষীদের প্রভাবিত করার ক্ষমতা রাখেন।’
সেনাপ্রধান পূর্ণ সামরিক পোশাকে আদালতে হাজির হলে ম্যাজিস্ট্রেট তাকে ভৎর্সনা করে বলেন, তিনি আদালতকে ভয় দেখানোর চেষ্টা করছেন।
উল্লেখ্য, এ মাসে চীফ অফ ডিফেন্স স্টাফকে গ্রেফতারের জন্য তিনবার ওয়ারেন্ট জারি করা হয়। কিন্তু তিনি আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। এমনকি প্রেসিডেন্টের সাথে মেক্সিকো সফরে যান।
তবে সেনাপ্রধান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার সঙ্গে কথা বলারও সুযোগ দিচ্ছেন না দেহরক্ষীরা। এর আগে তাকে বেশ কয়েকবার আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হলেও তিনি আসেননি। বুধবার সকালে নিজে এসেই আত্মসমর্পণ করেন।
আদালতে তদন্তকারী কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নৌবাহিনির গোয়েন্দা কর্মকর্তা চন্দনরা প্রসাদকে রক্ষার চেষ্টা করেছিলেন সেনাপ্রধান। পুলিশের ধারণা, ১১ জনকে নৌবাহিনীর হেফাজতে হত্যা করা হয়েছে। তাদের মরদেহেরও সন্ধান মেলেনি। ৩৭ বছরের গৃহযুদ্ধে অনেক সামরিক কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।