Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতেই শেষ ষোলয় রিয়াল

প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এক শ’ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সিএসকেএ মস্কোর মাঠে ভিক্টোরিয়া প্লাজেন ২-১ গোলে জিতে যাওয়ায় আগেই শেষ ষোল নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদ ও রোমার। কিন্তু গ্রæপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য জিততেই হত রিয়ালকে। রোমাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে হিসাবটা মিলিয়ে নিয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা।

রিয়াল ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পরশু রাতে জয় নিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে শিরোপা প্রত্যাশি জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ। মারোয়ান ফেলাইনির শেষ মুহূর্তের গোলে শেষ আটে উঠে গেছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে একই পর্বে নাম লেখালেও জয়টা পাওয়া হয়নি আরেক শিরোপা প্রত্যাশি দল ম্যানচেস্টার সিটির। লিঁওর মাঠে দুইবার পিছিয়ে পড়েও কোনমতে ২-২ ড্র নিয়ে ফেরে পেপ গার্দিওলার দল। প্রথম লেগেও ঘরের মাঠে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটির কাছে ২-১ গোলে হেরেছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া না করলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়তে পারত লিঁও। কিন্তু তা না হওয়ায় প্রথমার্ধে স্কোরবোর্ড গোলশূণ্য থেকে যায়। বিরতি থেকে ফিরে স্বাগতিক দলকে এগিয়ে নেন ম্যাক্সওয়েল কর্নেট। তবে অল্প সময়েই সিটিকে সমতায় ফেরান ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। শেষ দশ মিনিটে আবারো গোল করে দলকে জয়ের পথে নিয়ে আসেন কর্নেট। কিন্তু এবারো দুই মিনিট বাদেই দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ম্যাচ শেষে লিঁওকে ‘অন্যতম শক্ত দল’-এর তকমা দিয়েছেন গার্দিওলা।
শেষ ষোল নিশ্চিত হলেও ‘এফ’ গ্রæপের চ্যাম্পিয়ন নির্ধারণ হবে এই পর্বের শেষ ম্যাচে। যেখানে সিটির প্রতিপক্ষ আবনমন নিশ্চিত করা হফেনহেইম। পাঁচ ম্যাচেই অপরাজিত থাকলেও এখনো শেষ ষোল নিশ্চিত হয়নি ৭ পয়েন্ট পাওয়া লিঁওর। হফেনহেইমের মাঠে ৩-২ গোলের জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে নক আউটের সম্ভবনা জাগিয়ে রেখেছে শাখতার দোনেস্ক।
ঘরের মাঠে অখ্যাত ইয়াং বয়েজের বিপক্ষে পয়েন্ট খোঁয়াতে বসেছিল সিটির নগর প্রতিদ্ব›দ্বী ইউনাইটেডও। কিন্তু ইনজুরি টাইমে টুর্নামেন্টে ঘরের মাঠে প্রথম গোল করে দলকে ১-০ ব্যবধানের জয় এনে দেন বেলজিয়ান মিডফিল্ডার ফেলাইনি। ২৭৪ মিনিট পর টুর্নামেন্টে ঘরের মাঠে গোলের দেখা পেলো রেড ডেলিভরা। ২১ বারের প্রচেষ্টায় এদিন গোল আদায় করতে সক্ষম হয় তারা।
একই গ্রæপ ‘এইচ’ থেকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পায় ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তাতে বিদায় নিশ্চিত হয় স্প্যানিশ দলটির। গোল না পেলেও মারিও মানজুকিচকে দিয়ে গোল করিয়ে মাইলফলক স্পর্শ করা ম্যাচটি স্বরনীয় করে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আসরে ১৬৩ ম্যাচে এটি তার রেকর্ড শততম জয়। জয় পেলেও দিবালা-রোনালদোরা এদিন মন ভারাতে পারেননি ভক্ত-সমর্থকদের।
‘জি’ গ্রæপের ম্যাচে সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারেনি রিয়াল মাদ্রিদও। রোমার মাঠে একজন ফিনিশারের অভাব এদিনও টের পায় লস বø্যাঙ্কোসরা। প্রথমার্ধে গোলের তেমন কোন সুযোগই তারা তৈরী করতে পারেনি। এসময় সম্ভবত মৌসুমের সবচেয়ে সহজ একটি গোলের সুযোগ হাতছাড়া করে রোমা। বিরতি থেকে ফিরে স্বাগতিক ডিফেন্ডারের ভুলে ভয়ঙ্কর জায়গায় বল পেয়ে দলকে এগিয়ে নেন গ্যারেথ বেল। খানিক বাদে লুকাস ভাজকেজের করা গোলটি ছিল করিম বেনজেমার দারুণ হেডিং পাস থেকে আসা।
কঠিন সব প্রতিদ্ব›দ্বীতার মাঝে একমাত্র হেসেখেলে জিতেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে বেনফিকাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। দুটি করে গোল করেছেন আরিয়ান রোবেন ও রবার্ট লেভান্দোভস্কি, অন্যটা ফ্রাঙ্ক রিবেরির। টুর্নামেন্টের সপ্তম খেলোয়াড় হিসেবে এদিন ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন পোলিশ স্ট্রাইকার লেভান্দোভস্কি।
‘ই’ গ্রæপ থেকে শেষ ষোলয় বায়ার্নের সঙ্গী আগের ম্যাচেই এইকে এথেন্সকে তাদেরই মাঠে ২-০ গোলে হারানো ডাচ ক্লাব আয়াক্স। শীর্ষ দুই দলের পয়েন্ট ব্যবধান ২ হওয়ায় গ্রæপ চ্যাম্পিয়ন নিস্পত্তি হবে শেষ ম্যাচে। যেখানে আবার পরস্পরের প্রতিপক্ষও তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল

২১ অক্টোবর, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২
১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ