মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মধ্যপ্রদেশ এবং মিজোরাম রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা থেকেই শুরু হয় এ রাজ্য দুটির ভোট গ্রহণ। খবর গ্লোবাল টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মূলত কেন্দ্রের ক্ষমতায় ঠিক কোন দল আসতে পারে, এ নির্বাচন থেকে তার অনেকটা আভাসই পাওয়া যাবে বলে ধারণা করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকগণ।
মধ্যপ্রদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে শিবরাজ সিংহ চৌহানের আসন। প্রদেশটি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দ্বারা শাসিত। গত ১৫ বছর যাবত রাজ্যটির ক্ষমতায় রয়েছে বিজেপি। গতবার এ রাজ্যের মোট ২৩০ আসনের মধ্যে ১৬৫টি ছিল বিজেপির দখলে। যেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র ৫৮ আসন।
অপরদিকে উত্তর-পূর্বের একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য হলো মিজোরাম। এ রাজ্যের মোট ৪০ আসনের মধ্যে গতবার ৩৪টি আসনই পেয়েছিল কংগ্রেস। তবে এবার দলটির সামনে বিজেপি নামের কঠিন পরীক্ষা।
উল্লেখ্য, দেশটির ১১ রাজ্যের মধ্যে অন্তত তিনটি রাজ্য ছত্তিসগড়, রাজস্থান এবং তেলেঙ্গানাসহ আরও দুটি রাজ্যের নির্বাচনী ফল দিন কয়েকের মধ্যেই প্রকাশ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।