পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গত সোমবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য সিংগাপুর যাওয়ার প্রস্তুতি, মহাজোটে দলীয় নমিনেশন সবকিছু নিয়ে ধোঁয়াশা চলছে। গতকাল দলীয় মনোনয়ন প্রত্যাশিদের এরশাদের বনানী অফিসে ডেকেও মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ গুরুত্বপূর্ণ নেতাদের কেউ সেখানে যাননি। সম্ভাব্য প্রার্থীদের কয়েকজন দলের শীর্ষ নেতাদের গালিগালাজ করে ফিরে গেছেন।
সুত্র জানায়, এরশাদ অসুস্থবোধ করায় তাকে সোমবার সিএমএইচ-এ নেয়া হয়। কিন্তু তার প্রেসসচিব সাংবাদিকদের জানায়, অসুস্থ বোধ করায় মঙ্গলবার সকালে এরশাদকে সিএমএইচে নেওয়া হয়। তিনি হাঁটুব্যাথাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এরশাদের সিঙ্গাপুরে নেয়ার চিন্তা করা হয়। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি যাচ্ছেন না। আবার দলের অন্য নেতারা জানান, তাদের আশঙ্কা ২০১৫ সালের ৫ জানুয়ারী নির্বাচনের আগে এরশাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এখনো সেটাই চলছে। তিনি সিংগাপুর যেতে চান কিন্তু যেতে দেয়া হচ্ছে না।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল এরশাদের জাতীয় পার্টি। নির্বাচনে জাপার সঙ্গে আওয়ামী লীগের এখনো পর্যন্ত আসন সমঝোতা হয়নি। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও দলটির একাধিক নীতিনির্ধারণী সূত্র থেকে জানা যায়, প্রথম দফায় মাত্র ২২টি আসন দিতে চাইলেও এখন তারা জাপাকে ৩১টি আসন দিতে চাচ্ছেন। তবে জাপা গণমাধ্যমে প্রকাশ করে তাদের ৪৭টি আসন দেয়া হয়েছে। সিনিয়র নেতারা নিজেদের আসন ধরে রাখতে অন্যদের আসন ছেড়ে দিয়ে সমঝোতা করছেন।
মহাজোটের শরীক হিসেবে এইচ এম এরশাদ প্রথমে ৭০ আসন দাবি করলেও সেই অবস্থান থেকে নেমে এসে ৪৭টি আসনের দাবি তুলেছে। গণমাধ্যমে সেই ৪৭ প্রার্থীর নামও প্রকাশ করেছে। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার গত সোমবার সংবাদ সম্মেলন করলে সেখানে তোপের তিনি মুখে পড়েন। মনোনয়ন প্রত্যাশীদের শান্ত করতে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জাপা ২শ আসনে প্রার্থী দেবে। এরপর মহাজোটের সঙ্গে আসনের বিষয়টি চূড়ান্ত করা হবে। এতে দলের নেতারা আরো বিক্ষুব্ধ হয়ে উঠেন। আবার বিক্ষুব্ধ নেতারা অফিস ত্যাগ করার পর কয়েকজনকে দলের মনোনয়ন পত্র দেয়া হয়। এই পরিস্থিতিতে এরশাদ এখন হাসপাতালে।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে মহাজোটে যাওয়ার ঘোষণা দিয়ে দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার নির্দেশনা দেন এরশাদ। তাঁরা দাখিল করেন মনোনয়নপত্র। পরে হঠাৎ আবার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তিনি ঘোষণা দেন পাতানো এই নির্বাচনে অংশ নিলে মানুষ আমাকে থুথু দেবে; ঝাড়ু দিয়ে পেটাবে। তার নির্দেশে কিছু নেতা নির্বাচন থেকে সরে গেলেও স্ত্রী রওশন এরশাদের কথায় অনেকেই দলীয় প্রার্থী থেকে যান। ভোটের এক মাস আগে ১২ ডিসেম্বর তাকে হঠাৎ করে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি সেখানেই ছিলেন ১২ জানুয়ারি পর্যন্ত। সেই নির্বাচনে এরশাদ নিজেসহ তাঁর দলের ৩৩ জন নেতা এমপি নির্বাচিত হন। এক সময় সকলকে অবাক করে দিয়ে এমপি হিসেবে শপথ নেন এরশাদ। তার দল সরকারের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পায় এবং সংসদে হয় বিরোধী দল। সরকারে এবং বিরোধী দলে থেকে ৫ বছর নজীরবিহীন রাজনীতি চর্চায় অভ্যস্ত জাতীয় পার্টির নেতাদের মধ্যে হতাশা নেমে এসেছে। জানতে চাইলে জাপা নেতারা বলেন, মেরুদন্ডহীন ব্যাক্তির নেতৃত্বে রাজনীতি করলে যা হয় নমিনেশন নিয়ে তাই হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।