Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যাংকক নেয়া হচ্ছে আমজাদ হোসেনকে

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেনের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেখানকার বিখ্যাত বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হবে।
আমজাদ হোসেনকে নিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ব্যাংকক থেকে বামরুনগ্রাদের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
রাত ১০টার মধ্যে অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা।
ইমপালস হাসপাতাল কর্তৃপক্ষের কিছু প্রক্রিয়া সম্পন্ন করে গুণী এ নির্মাতাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি রাতেই ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, দেশবাসীর উদ্দেশে বলছি- হাসপাতালের ঘোষণা ছাড়া আমরাও যদি বলি আমজাদ হোসেন আর নেই, কেউ গুজবে কান দেবেন না। দয়া করে বাবার জন্য দোয়া করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমজাদ হোসেন

১৩ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ