পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩৬টি পরিবারের প্রায় শতাধিক ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর আলী জানান, ওই গ্রামের পূর্ব পাশে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৩৬টি পরিবারের প্রায় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড় ফায়ার সার্ভিস এবং বোদা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সাহা বলেন, পুরোপুরিভাবে চেষ্টা করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে ঘটনাটি ঘটার সময় বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।