পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারিভাবে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান প্রধান অতিথি থেকে সম্প্রতি উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদামে ফিতা কেটে চলতি মৌসুমে গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আফতাবর রহমান, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ নাজিম উদ্দীন, ফুড ইন্সেপেক্টর মোঃ আলিফ রেজা, ৪নং রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. মোঃ আনিছুর রহমান, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে উপজেলার ৬ ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ২৮ টাকা দরে ২৬৮৯ মে. টন গম সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।