Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শামসুদ্দিন দিদারসহ বিএনপির ৬৪ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

হতাশা বিএনপি মহাসচিব কান্নাকাটি শুরু করেছেন: ওবায়দুল কাদের নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ৫:১০ পিএম

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার পৃথক তিন মামলায় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে, একই মামলায় দলটির আরও ৬৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন-সংক্রান্ত আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এসব মামলা হয়। এরপর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারসহ ৬৪ জনের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামসুদ্দিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ