Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গামাটির হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ

রাঙ্গামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:১৭ পিএম

রাঙ্গামাটির রিজার্ভ বাজারে ‘আল হেলাল’ নামে একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে হোটেলের ১১২ নম্বর কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হোটেল রেজিস্টার অনুযায়ী নিহত যুবকের নাম আকাশ (২৮)। সে লংগদু উপজেলার ঘনমুখ এলাকার ইসমাইলের ছেলে।
হোটেল ব্যবস্থাপক রেজাউল করিম জানান, আকাশ গত ২৫ নভেম্বর (রোববার) লংগদু ঘনমুখ এলাকার লোক পরিচয়ে হোটেলের ১১২ নম্বর রুম ভাড়া নেন। সোমবার সারাদিন ওই রুমের দরজা খোলা হয়নি, তাই সন্ধ্যায় আমরা রুমের সামনে এসে ডাকাডাকি করি। তারপরও কোনো সাড়াশব্দ না পাওয়ায় এবং দরজা ভেতর থেকে বন্ধ থাকায় আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে দরজা ভেঙে কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিমন বোস বলেন, হোটেল কর্তৃপক্ষের দেয়া খবরে আমরা ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেছি। তার মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে নিহতের মোবাইল থেকে আমরা পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ