Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গামাটির ৪৯ ইউপি নির্বাচন দু’মাস পেছালো

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রাঙ্গামাটি জেলা সংবাদদাতা ঃ পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো ছাড়া প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারায় রাঙ্গামাটি জেলার ৪৯ টি ইউনিয়ন পরিষদের ৩য় দফার নির্বাচন পিছিয়ে ৬ষ্ঠ পর্যায়ের তফসিলে অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশননির্বাচন কমিশনের এই সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের বরাবরে পাঠানো হয়েছে। জেলার ৪৯ টি ইউনিয়নে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন নির্ধারিত ছিলো। দুপুর নাগাদ নির্দেশনার আসার পর নির্বাচনী কার্যক্রম স্থগিত হয়ে যায়।
আজকাল
আজ বিকাল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলে আয়োজনে মুক্তিযোদ্ধা ও আজকের বাংলাদেশ শীর্ষক গোল টেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটির ৪৯ ইউপি নির্বাচন দু’মাস পেছালো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ