বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির গতকালের এক জরুরি সভায় দলের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী বলেছেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশকে নির্বাচন নয় সংঘাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের প্রধান দু’টি রাজনৈতিক জোটের মধ্যে বাকবিতন্ডা নির্বাচন কমিশনকে বিতর্কিত এবং নির্বাচন অনুুষ্ঠানকে প্রশ্ন বিদ্ধ করছে। সরকারি ও বিরোধী জোট একে অপরের প্রতি নির্বাচন বাঞ্চালের সড়যন্ত্রের অভিযোগ তুুুলছে। উভয় জোট নির্বাচন বাঞ্চালকারীদের প্রতিহত করার হুমকিও দিচ্ছে। জোট ২টির মারমুখি বক্তব্য দেশকে নিশ্চিত সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন পর দেশে একটি স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন দেখার জন্য দেশবাসী প্রতিক্ষায় রয়েছে।
এজন্য নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন সরকারকে আরো সহনশীল, সতর্ক ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন বাঞ্চালের যেকোন সড়যন্ত্র শক্তহাতে প্রতিহত করার আহবান জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান খলিফা মো. নূর উদ্দিন, মহাসচিব মাওলানা শাহ মোঃ নেয়ামতুল্লাহ, মাওলানা মাহমুদ, বাহাউদ্দিন সুজন, মাওলানা আব্দুর রহিম, মুফতি এবিএম মাহমুদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।