Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সিইসি ব্যর্থ

-সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-০৪ আসনের প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ ৬জন আজ ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-০৫ আসনের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন, ঢাকা-০৬ আসনের প্রার্থী হাজী মোঃ মানোয়ার খান, ঢাকা-০৭ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, ঢাকা-০৮ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ঢাকা-০৯ আসনের প্রার্থী এ্যাড. মো. মানিক মিয়া, ঢাকা-১০ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুল আউয়াল সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলশেষে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবার কোন সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না, বরং ক্ষমতাসীনদের পাতানো একটি নির্বাচন আয়োজনের আশঙ্কা করছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসি ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনের আচরণবিধি অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীরা নিজ নিজ এলাকায় এখনো জোর প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছে না। অথচ খোঁড়া অজুহাত দেখিয়ে ওয়াজ মাহফিল বন্ধের সিদ্ধান্ত মুসলিম জনতার হৃদয়ে আঘাত হেনেছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলা হলেও সেটি মূলত একটি শ্লোগান মাত্র। ভোটের আগেই জনগণের কাছে একথা স্পষ্ট হচ্ছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনও ৫ জানুয়ারি ২০১৪ এর ন্যায় প্রহসনের নির্বাচন হতে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ