Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইয়ুব বাচ্চুর জন্য ওমরাহ করবেন এস আই টুটুল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন আইয়ুব বাচ্চুর সঙ্গে। যাকে তিনি গুরু মনে করেন। সম্প্রতি গুরুর স্মরণে ওমরাহ পালন করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন টুটুল। টুটুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, অল্লাহ পাকের ঘরের উদ্দেশে আর আমার নবীজি (সা:) এর রওজা পাকের উদ্দেশে রওনা হলাম নিউইয়র্ক জেএফকে এয়ারপোর্ট থেকে। তোমাদের কারো মনে যদি জেনে বা না জেনে কোনোদিন কখনো কষ্ট দিয়ে থাকি তবে মহান আল্লাহ পাকের ওয়াস্তে আমাকে মন থেকে ক্ষমা করে দিও। আমি সবার জন্যে দোয়া করবো, করুণাময় যেনো সবার মনের কষ্ট দূর করে দেন। আমার গুরুজি মরহুম আইয়ুব বাচ্চু ভাইয়ের নামে ওমরাহ করবো, ইনশাল্লাহ। দোয়া করো, আমার ইবাদত যেন মহান সৃষ্টিকর্তা কবুল করেন, আমি যেন সৎ ও সুস্থ-সুন্দর পথের সন্ধান পেয়ে যাই। আমি কাবা শরীফ ধরে বলবো, যারা হজ করতে চান তাদের যেন আল্লাহ পাক হজ করার তৌফিক দান করেন। বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক বড় গুনাহগার পরম করুণাময় আমাকে যেন ক্ষমা করে দেন। দয়াময় সবাইকে যেন ক্ষমা করেন এবং ভালো রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ