Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লেব্যাকে পারিশ্রমিক কমালেন এস আই টুটুল

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলচ্চিত্রের প্লেব্যাকে এখন অপরিহার্য শিল্পীতে পরিণত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল। ইতোমধ্যে তার গাওয়া অনেক গান জনপ্রিয় হয়েছে। ফলে প্লেব্যাকে নির্মাতাদের পছন্দের তালিকায় অবধারিতভাবে থাকেন টুটুল। চলচ্চিত্রের প্রতিও টুটুলের বেশ দরদ রয়েছে। তার প্রমাণ পাওয়া গেল চলচ্চিত্রের এই দুঃসময়ে তার পারিশ্রমিক কমানোর মধ্য দিয়ে। বর্তমানে চলচ্চিত্রে চলছে মন্দাভাব। বেশিরভাগ সিনেমাই লগ্নিকৃত অর্থ তুলতে ব্যর্থ হচ্ছে। ফলে ব্যাপক ক্ষতির মুখোমুখি হচ্ছেন চলচ্চিত্র প্রযোজকরা। এর প্রভাব পড়ছে সিনেমা নির্মাণের সংখ্যার ওপর। দিন দিন সিনেমা নির্মাণের হার কমে যাচ্ছে। সেই সাথে বাজেটও কমছে। এসব বিষয় বিবেচনা করেই টুটুল প্লেব্যাকে তার পারিশ্রমিক কমিয়েছেন। তিনি প্লেব্যাকে আগে গান প্রতি পারিশ্রমিক নিতেন ২০ হাজার টাকা। এখন থেকে নেবেন ১০ হাজার টাকা। গত ৩ এপ্রিল ‘শুটার’ নামে একটি সিনেমার গানে কণ্ঠ দিতে গিয়ে এ ঘোষণা দেন। প্রযোজক ২০ হাজার টাকা দিলেও টুটুল ১০ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে বাকি অর্থ ফেরত দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্লেব্যাকে পারিশ্রমিক কমালেন এস আই টুটুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ