প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : স্বাধীনতা দিবসে গান গাইতে থাইল্যান্ড গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল ও তার ব্যান্ডদল ‘ধ্রæবতারা’। এর আগে বেশ কয়েকবার ব্যাংককে কনসার্টে গেলেও এবারের যাওয়াটা একটু ভিন্ন বলেই জানালেন টুটুল। কারণ সঙ্গে তার ব্যান্ডদল ‘ধ্রæবতারা’ আছে। সবাইকে সঙ্গে নিয়েই আজ সন্ধ্যায় ব্যাংককের রয়েলে হলে সঙ্গীত পরিবেশন করবেন টুটুল। তার সঙ্গে বাজাবেন বেস গিটারে পার্থ মজমুদার, লিড গিটারে সেইলি, কী বোর্ডে রাসেল, বাঁশি ও পারকেশনে বাবু এবং ড্রামসে বাপ্পী। অন্যদিকে থাইল্যান্ডের রাজা’কে শ্রদ্ধা জানিয়ে আগামী ২৮ মার্চও সঙ্গীত পরিবেশন করবেন এস আই টুটুল ব্যাংককে প্রেসিডেন্ট ভবনে। এস আই টুটুল বলেন, ‘আশা করছি, এবারের ব্যাংকক সফর বেশ স্মৃতিমুখর হবে। চেষ্টা করবো ভালোভাবে নিজের দেশের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শ্রোতাদের মুগ্ধ করার মতো গান পরিবেশন করতে’। এস আই টুটুল জানান আসছে ৩০ মার্চ দেশে ফিরবেন তিনি ও তার ব্যান্ডদল। দেশে ফেরার ক’দিন পরই তিনি আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া ও লন্ডনে যাবেন একে একে। ঈদে তার নতুন একক অ্যালবাম নিয়ে হাজির হবেন। এস আই টুটুলের শেষ একক অ্যালবাম ছিল ‘নীলকণ্ঠ’। তার অন্যান্য একক অ্যালবামগুলো হচ্ছে ‘প্রশ্ন’, ‘শূন্য’, ‘বুকের শহরে’, ‘জলের ভেতর জলের চলন’, ‘দুঃখপোকা’, ‘ধ্রæবতারা’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।