Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় সেনবাগের যুবক নিহত

সেনবাগ(নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে না পারায় এলোপাথাড়ী গুলিতে মো. আবদুর রহিম (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে। 

সে ওই ইউনিয়নের দক্ষিণ বীজবাগ গ্রামের মুন্সি বাড়ির আলী মুন্সির ছেলে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে আফ্রিকার প্রিটোরিয়ার সেহানবাগ এলাকায় ওই ঘটনাটি ঘটে। শুক্রবার দেশের বাড়িতে তার মৃত্যুর সংবাদ পৌঁছায়। নিহত আবদুর রহিম ৪ ভাই ১ বোনের মধ্যে সে ৪র্থ।
জানা গেছে, বড় দুই ভাইয়ের ব্যবসায় সহযোগীতা করতে ৭ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান আবদুর রহিম। বৃহস্পতিবার দুপুরে একদল কৃঞ্চাঙ্গ সন্ত্রাসী দোকানে এসে মোটা অংকের চাঁদা দাবি করে।
এ সময় সে চাঁদা দিতে অস্বীকার করলে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী এলোপাতাড়ী গুলি ছুড়লে আবদুর রহিম গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সুযোগে সন্ত্রাসীরা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে অপর ভাইরা স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ বাড়িতে আসার সাথে সাথে স্বজনদের আহজারী শুরু হয়।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ