বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স¤প্রতি গুম ও খুনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে। বিএনপি নেতা আবু বকর হত্যার রহস্যও খুব শিগগির উদঘাটন হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিি আরো বলেন, যশোরের বিএনপি নেতাকে অপহরণের পর হত্যা ও স¤প্রতি পিএইচডি গবেষক নিখোঁজের ঘটনার তদন্ত চলছে। আশা করছি খুব শিগগির এসব ঘটনার রহস্য উদঘাটন হবে। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এসব ঘটনার রহস্য উদঘাটনে। তবে কেউ যদি মনে করে এসব ঘটনা নির্বাচনকে ঘিরে হচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যে বলছি- এসব ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই।
উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের একটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আবু বকর আবু। তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। গত বৃহস্পতিবার রাতে মর্গে লাশ দেখে আবু বকর আবুর লাশ বলে শনাক্ত করেন তার স্বজনরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।