যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মনোপলি ব্যবসার সুযোগ দেবে না মালয়েশিয়া সরকার। নতুন সিস্টেমে বাংলাদেশ থেকে কর্মী নিবে মালয়েশিয়া সরকার। বিগত দুই বছর দশ সিন্ডিকেট অনৈতিকভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে অতিরিক্ত অভিবাসন ব্যয় হাতিয়ে নিয়েছে।
সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ শেরাটন ইম্পেরিয়াল হোটেলে প্রবাসী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ড.মাহথির মোহাম্মদ -এর উপদেষ্টা ও মালয়েশিয়া ফরেন ওয়ার্কার্স রিক্রুটিং কমিটির সদস্য দাতো মোস্তফা একথা বলেন। কুয়ালালামপুর থেকে ইয়াম্বু ট্রেড ইন্টারন্যাশনালের ওভারসীজ ডিরেক্টর দেলোয়ার হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দাতো মোস্তফা ঐ সভায় বাংলাদেশী কর্মীদের প্রশংসা করে বলেন, মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশী কর্মী নিয়োগের চাহিদা রয়েছে। তিনি বলেন, কর্মী নিয়োগের নতুন সিস্টেম চালু করণের ৭৫% কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারী নাগাদ কর্মী নিয়োগের নতুন প্রক্রিয়া চালু হতে পারে বলেও তিনি আভাস দেন।
দাতো মোস্তফা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদ দশ সিন্ডিকেটের অনৈতিক ব্যবসা ভেঙ্গে দিয়েছেন।
উল্লেখিত সিন্ডিকেট চক্র পুনরায় কর্মী নিয়োগে মনোপলি ব্যবসার লবিং চালিয়েও ব্যর্থ হয়েছে। তিনি বলেন,বাংলাদেশ সোর্স কান্ট্রি হিসেবে কর্মী নিয়োগে সকল রিক্রুটিং এজেন্সী সমান সুযোগ পাবে।
এদিকে, মালয়েশিয়া থেকে একটি মেডিক্যাল টিম শিগগিরই বাংলাদেশে সফরে আসবে বলে জানা গেছে।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।