মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে চীনা মিশন লক্ষ্য করে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে চীন। বিবৃতিতে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের প্রতি আহবান জানিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশটি। শুক্রবারের ওই হামলা ব্যর্থ হলেও কনস্যুলেটের কাছে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এএফপির খবরে বলা হয়েছে, আত্মাঘাতি হামলার ভেস্ট পরা এক অস্ত্রধারী হাতবোমা নিয়ে চীনা মিশনের দিকে এগোতে থাকলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় ঘটে। বেইজিংকে নিপীড়ক আখ্যা দেয়া একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বলেছে, হামলার পর পরই ঘটনাস্থলকে সুরক্ষিত করা হয়েছে। দক্ষিণ বন্দরনগরীর এই চীনা কনস্যুলেটে ঢুকতে চেয়েছিল অস্ত্রধারী। কিন্তু তল্লাশী চৌকিতেই তাকে আটকে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পরই এক বিবৃতিতে এর নিন্দা জানালেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং। বিবৃতিতে বলা হয়েছে, চীন তাদের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে যে কোনো সহিংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং পাকিস্তানকে তাদের দেশের চীনা নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেয়ার অনুরোধ করছে। গেং জানান, তিন ব্যক্তি কনস্যুলেটে ঢুকে পড়তে চেয়েছিল। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।