মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লিবিয়ায় নিহত ৯
লিবিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর তাজেরবোতে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের হামলায় গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর কমপক্ষে নয় সদস্য নিহত হয়েছে। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন। উক্তকর্মকর্তা আরো বলেন, চরমপন্থী দলের সদস্যরা বেসামরিক লোক ও একজন নিরাপত্তা প্রধানসহ আরো ১১ জনকে ‘অপহরণ’ করেছে। এএফপি।
রুসেফ-লুলা অভিযুক্ত
ব্রাজিল দেশটির সাবেক বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও দিলমা রুসেফের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। ঘুষের বিনিময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি পেট্রোব্রাসের অর্থ অন্য খাতে নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে নতুন করে এ মামলা করা হলো। এদিকে ওয়ার্কার্স পার্টি (পিটি)-র এই দুই সাবেক প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখান করেন। তারা এটিকে ‘মানহানিকর পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে বলেন রাজনৈতিক উদ্দেশেই এটা করা হয়েছে। এএফপি।
১৪ ফিলিস্তিনি আহত
গাজা সীমান্তে এক বিক্ষোভকালে ইসরাইলি সৈন্যদের গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। গত সপ্তাহে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের পর ফিলিস্তিনিদের ওপর এই হামলার ঘটনা ঘটল। শুক্রবার অনুষ্ঠিত এই বিক্ষোভে হাজার হাজার লোক অংশ নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলি বর্ষণের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশু রয়েছে। শিশুটি গাজা ভূখন্ডের মধ্যাঞ্চলে আল-বুরেইজ উদ্বাস্তু শিবিরে অবস্থানের সময় বুকে গুলিবিদ্ধ হয়। এএফপি।
মাসে ৩৫ টাকার কম
মাসে ন্যূনতম ৩৫ রুপি রিচার্জ না করলে সংযোগ বিছিন্ন করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুটি বড় মোবাইল ফোন অপারেটর ভোডাফোন ও এয়ারটেল। তারা জানিয়েছে অনেক গ্রাহক শুধুমাত্র ফোন নম্বর সচল রাখা বা কল রিসিভের জন্য মাসে মাত্র ১০ বা ২০ রুপি রিচার্জ করছেন। তবে বেশি দিন আর সেই সুযোগ পাবেন না তারা। এবার এ সুবিধার রাশ টানতে চলেছে ভোডাফোন, এয়ারটেল। এবিপি।
এবোটাবাদে নিহত ৭
পাকিস্তানের এবোটাবাদে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে বড়দের দু’পক্ষের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুনিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শিশুদের ক্রিকেট খেলা নিয়ে ঝগড়ার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিশুদের পরিবারের দু’টি পক্ষ। এতে দু’পক্ষই বন্দুক হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুলিতে একপক্ষের চারজন ও অন্যপক্ষের তিনজন নিহত হন। ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুনিয়া নিউজ।
নিলামে কিশোরী
স¤প্রতি ফেসবুকে ১৭ বছরের এক কিশোরীকে নিলামে তুলে বিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। আর ওই নিলামের মাধ্যমে মেয়েটির বাবা ৫০০ গরু, তিনটি প্রাইভেটকার ও ১০ হাজার ডলার পেয়েছেন। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ সুদানে। তবে ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের নিলাম নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি নজরে আসার পর এই ধরনের পোস্ট ফেসবুক মুছে ফেলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স।
চার লাখ ডলার
‘অর্থ পাচার’ পরিভাষাটা ডাচ পুলিশের জন্য এ সপ্তাহের চেয়ে এতোটা উপযোগী আর কখনই ছিল না। কেননা এক ব্যক্তির বাড়ি তল্লাশির পর তার ঘরে থাকা একটি ওয়াশিং মেশিনের ড্রামের ভেতর প্রায় চার লাখ ডলার খুঁজে পেয়েছেন তারা। তল্লাশির সময় বাড়িতে থাকা এক ব্যক্তিকে অর্থ পাচারের অভিযোগে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় আমস্টারডামে অনিবন্ধিত বাসিন্দাদের খুঁজতে গিয়ে অভিযান চালানোর সময় ওই বিপুল পরিমাণ অর্থ খুঁজে পায়। সিএনএন।
কলম্বিয়ায় ২ সেনা নিহত
কলম্বিয়ার ভেনিজুয়েলা সীমান্তে বোমা হামলায় দুই সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। ঘটনার জন্য বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গোষ্ঠীটি ইএলএন নামে পরিচিত। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘আমাদের কাছে প্রমাণ রয়েছে যে ইএলএন কিভাবে তাদের অবৈধ কর্মকাÐের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে।’ ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।