Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানওয়ে থেকে ১২৭ জনকে নিয়ে ছিটকে পড়ল বিমান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ৯:০৫ পিএম

বলিভিয়ার রাজধানী লাপেজের এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার নষ্ট হয়ে যাওয়ায় ১২৭ জন আরোহী নিয়ে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। খবর বিবিসি।
পেরুভিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি স্থানীয় সময় শুক্রবার বেলা ১০ ঘটিকায় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার ফলে বিমানবন্দরের এয়ারস্ট্রিপ বন্ধ হয়ে যায় এবং পাইলটরা আটকা পড়ে। ৫ ক্রু ও ১২২ যাত্রীর সবাই অক্ষত আছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পেরুর রাজধানী লিমা থেকে রওনা হওয়া বিমানটি ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে। পেরুভিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং দেশে-বিদেশে পরিচালিত বাণিজ্যিক ফ্লাইটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ