Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে রোমাঞ্চের আভাস

রাজশাহীতে এগিয়ে উত্তরাঞ্চল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আগের দিন সেঞ্চুরি করা ইনিংসটাকে এদিন টেনে বেশিদুর নিতে পারেননি নাঈম ইসলাম ও জহুরুল ইসলাম। অবসর কাটিয়ে ব্যাটে ফিরে আট রানের আক্ষেপে পুড়েছেন মিজানুর রহমান। ব্যর্থতার ধারা অক্ষুন্ন রেখেছেন সাব্বির রহমানও। প্রথম ইনিংসে লিডটা তাই আশানুরূপ হয়নি উত্তরাঞ্চলের।

যদিও সপ্তম বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলায় প্রথম দুই দিন শেষে পূর্বাঞ্চলের চেয়ে ৩২০ রানে এগিয়ে রয়েছে উত্তরাঞ্চল। উত্তরের ৪৪৫ রানের জবাবে ৪ উইকেটে ১২৫ রান তুলেছে পূর্বাঞ্চল। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের লড়াইটা জমে উঠেছে বেশ। প্রথম দিনেই মধ্যাঞ্চলকে ২৮২ রানে গুটিয়ে দেয়া দক্ষিণাঞ্চল নিজেরাও কাল গুটিয়ে গেছে ২৮১ রানে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২ উইকেটে ৩৩৫ রান নিয়ে দিন শুরু করে উত্তরাঞ্চল। ১১১ রানে ব্যাটে ছিলেন নাঈম, ১০০ রানে জহুরুল। দিনের দ্বিতীয় ওভারেই মাত্র চার রান যোগ করে আউট হন জহুরুল। আগের দিন আঘাত পেয়ে উঠে যাওয়া মিজানুরও খানিক বাদে আউট হন ১২৪ বলে ৯২ রান করে। ব্যর্থতার ধারা বজায় রেখে শূণ্য রানে আউট হন সাব্বির। দ্বিতীয় সেশনে নাঈম যখন এনামুল হক জুনিয়রের বলে বোল্ড হয়ে যান তখন তার নামের পাশে ২৪৬ বলে ১৫ চারে ১৩৭ রান। এরপর বেশিক্ষণ টেকেনি তাদের ইনিংস। শেষ ৫ উইকেটে তারা যোগ করে ৪০ রান। গতির বলে চার উইকেট নেন হাসান মাহমুদ, স্পিন বলে তিনটি নেন এনামুল হক জুনিয়র। জবাবে দিনের শেষ বলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৫৪ রানে আউট হন রনি তালুকদার। পূর্বের দলীয় সংগ্রহ তখন ১২৫, পিছিয়ে ৩২০ রানে।
সিলেটে ছয় রানের আক্ষেপে পুড়তে হয়েছে ফজলে মাহমুদ রাব্বিকে। হাতে পুরো দশ উইকেট ও ২৯ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ প্রথম সেশনে হারায় মাত্র একটি উইকেট। দ্বিতীয় সেশনে দলীয় ১৪৯ রানে শাহরিয়ার নাফিস ৭১ রান করে আউট হওয়ার পর আর কেউ দলকে দিক নির্দেশনা দিতে পারেননি। ব্যট হাতে ব্যর্থ ছিলেন রাকিবুল, তুষার, নুরুল প্রাত্যেকেই। দশম ব্যাটসম্যান রুবেল হোসেনের ৩০ রানের অভাবনীয় ইনিংসের কল্যানে প্রথম ইনিংসে ব্যবধান কমাতে সক্ষম হয় দক্ষিণ। ঘুর্ণি বলে চার উইকেট নিয়ে মিডিল অর্ডারে সবচেয়ে বড় আঘাত হানেন মোশাররফ হোসেন। জবাবে শেষ বিকেলে আলোক স্বল্পতার কারণে দ্বিতীয় ইনিংসে ২ ওভার ব্যট করার সুযোগ পায় মধ্যাঞ্চল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট লিগ

২৫ এপ্রিল, ২০১৯
২৩ জানুয়ারি, ২০১৯
৩০ নভেম্বর, ২০১৮
২৩ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ